খবর ২৪ ঘণ্টা ডেস্ক: ব্রাজিলের উত্তরাঞ্চলের চারটি কারাগারে ৪২ বন্দির মরদেহ পাওয়া গেছে। একটি কারাগারে বিবদমান দুটি সন্ত্রাসী গ্রুপের মধ্যে সংঘর্ষে ১৫ বন্দি নিহত হওয়ার একদিন পর এই ৪২ মরদেহ পাওয়া গেল।
তারা বলছেন, নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে কারাগার পরিদর্শনের সময় চারটি কারাগারে এই ৪২ মরদেহ পাওয়া যায়।
কী কারণে এতসংখ্যক বন্দির প্রাণ ঝরেছে তা জানতে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে একটি টাস্কফোর্স গঠন করেছে কর্তৃপক্ষ।
সংঘর্ষে নিহতদের বেশিরভাগই বন্দিই মাদক ব্যবসার সঙ্গে জড়িত বলে পুলিশ জানিয়েছে।
এর আগে ২০১৭ সালের জানুয়ারিতে উত্তর-পূর্বাঞ্চচলীয় শহরের একটি করাগারে স্থানীয় দুটি মাদক ব্যবসায়ীদের মধ্যে সংঘর্ষে কমপক্ষে ১৫০ বন্দি প্রাণ হারান।
খবর২৪ঘণ্টা, জেএন
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০