খবর২৪ ঘণ্টা, স্পোর্টস, ডেস্ক: চেন্নাই সুপার কিংসের (সিএসকে) বিপক্ষে টসে হেরে ব্যাটিং করছে সানরাইজার্স হায়দরাবাদ।
রোববার পুনের মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে সফরকারীদের ব্যাট করতে পাঠান সিএসকের অধিনায়ক মহেন্দ্র সিং। ঘরের মাঠে
জয়ের ছন্দে ফেরার লক্ষ্যে মাঠে নেমেছে চেন্নাই। নিজেদের শেষ ম্যাচে রাজস্থান রয়্যালসের কাছে হারতে হয়েছে ওয়াটসন-ব্রাভোদের।
অন্যদিকে, গত ম্যাচে শ্রেয়াস আইয়ারের দিল্লি ডেয়ারডেভিলসকে নয় উইকেটে হারিয়ে বেশ চনমনে কেন উইলিয়ামসনের সানরাইজার্স হায়দরাবাদ।
অর্থাৎ এদিনের ম্যাচটা দুটি দলের কাছেই চ্যালেঞ্জের মতো।
কোচ থেকে অধিনায়ক কেউই দলে অপ্রয়োজনীয় পরিবর্তন আনার পক্ষে ছিলেন না। এখনও পুরোপুরি সুস্থ হয়ে ওঠেননি নিয়মিত উইকেটরক্ষক ঋদ্ধিমান সাহা। ফলে এই ম্যাচে আরও একটি সুযোগ পেয়েছেন শ্রীবৎস গোস্বামী। এছাড়া ইউসুফ পাঠানের বদলে জায়গা করে নিয়েছেন দীপক হুডা।
অন্যদিকে চেন্নাইয়ের একাদশে করন শর্মার বদলে সুযোগ হয়েছে দীপক চাহারের।
সানরাইজার্স হায়দরাবাদ
শিখর ধাওয়ান, অ্যালেক্স হেলস, কেন উইলিয়ামসন (অধিনায়ক), মনিষ পান্ডে, সাকিব আল হাসান, শ্রীবৎস গোস্বামী, দীপক হুডা, রশিদ খান, ভুবনেশ্বর কুমার, সন্দীপ শর্মা, সিদ্ধার্থ কল
চেন্নাই সুপার কিংস
শেন ওয়াটসন, আম্বতি রায়াডু, সুরেশ রায়না, মহেন্দ্র সিং ধোনি (অধিনায়ক), স্যাম বিলিংস, ডোয়েন ব্রাভো, রবীন্দ্র জাডেজা, হরভজন সিং, দীপক চাহার, লুঙ্গি এনগিডি, শার্দূল ঠাকুর
খবর২৪ঘণ্টা.কম/নজ
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০