খবর২৪ঘণ্টা.কম, ডেস্ক: ব্যাংকিং খাতে সঙ্কট নিরসনে বেসরকারি খাতের তফসিলি সব ব্যাংক মালিকদের সঙ্গে বৈঠকে বসছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার সন্ধ্যায় প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠকে উপস্থিত থাকবেন ব্যাংকের চেয়ারম্যানসহ পরিচালনা পর্ষদ সদস্যরা।
জানা গেছে, বৈঠকে ব্যাংকগুলোর নগদ জমা সংরক্ষণ (ক্যাশ রিজার্ভ রেশিও বা সিআরআর) কমানোসহ শেয়ারবাজারে বিনিয়োগ নিয়ে আলোচনা হতে পারে।
তবে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের বিষয়ে বিএবি সভাপতি নজরুল ইসলাম মজুমদার বলেন, প্রধানমন্ত্রী ব্যাংকের চেয়ারম্যানসহ পরিচালকদের ডেকেছেন। সেখানে প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ হবে।
ব্যাংক মালিকদের দাবি ব্যাংক খাতে চরম আর্থিক সঙ্কট শুরু হয়েছে। ফলে সুদের হার দুই ডিজিটে পৌঁছেছে। এ সঙ্কট মেটাতে সরকারি আমানত চাওয়া ও সিআরআর কমানোসহ ব্যাংক মালিকরা বিভিন্ন দাবি জানিয়ে আসছেন।
খবর২৪ঘণ্টা.কম/রখ
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০