খবর২৪ঘন্টা নিউজ ডেস্ক: জঙ্গিবাদের অর্থায়ন নিয়ে ব্যাংকের উপর নজরদারি চলমান রয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।
সোমবার (১৭ ফেব্রুয়ারি) ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের মোজাফফর আহমদ চৌধুরী অডিটোরিয়ামে এক সেমিনারে প্রধান অতিথির বক্তৃতায় তিনি কথা জানান।
‘দক্ষিণ এশিয়ায় জঙ্গিবাদের অর্থায়ন: বাংলাদেশ, ভারত ও পাকিস্তান তুলনামূলক আলোচনা’ শীর্ষক এই সেমিনারের আয়োজন করে ডাকসু।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আমরা সব ব্যাংকের ওপর নজরদারি শুরু করেছি। কীভাবে জঙ্গিবাদের লেনদেন হয়। এ বিষয়ে সিআইডিকে দায়িত্ব দেওয়া হয়েছে। এদেশের জনগণ কখনো জঙ্গিদের আশ্রয় দেয়নি।
তিনি বলেন, প্রধানমন্ত্রী জঙ্গিবাদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করেছিলেন। এরপরও আমরা এমন একটি পর্যায়ে এলাম, যখন ষড়যন্ত্রের শিকার হতে হলো। জঙ্গিবাদের মূল হোতাদের খুঁজতে গিয়ে দেখলাম, সবাই দেশীয় জঙ্গি। তারা আমাদের দেশকে একটি অচল ও জঙ্গি রাষ্ট্রে পরিণত করতে চেয়েছিল।
সেমিনারে কাউন্টার টেরোরিজমের প্রধান মনিরুল ইসলাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের চেয়ারম্যান অধ্যাপক মো. রুহুল আমিন, অধ্যাপক ড. দেলোয়ার হোসাইন, বাংলাদেশ ব্যাংকের ডিজিএম কামাল হোসাইন, ডাকসুর সহ-সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন বক্তব্য রাখেন।
খবর২৪ঘন্টা/নই
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০