খবর২৪ ঘণ্টা. ডেস্ক: ব্যক্তিগত কর্মকর্তার দুর্নীতির দায় নৈতিকভাবে সংশ্লিষ্ট মন্ত্রী এড়াতে পারেন না বলে মনে করেন পিএসসির সাবেক চেয়ারম্যান ড. সা’দাত হোসেন।
তিনি বলেছেন, অন্যান্য সরকারি চাকরি প্রার্থীদের নিয়োগের আগে পুলিশ ভেরিফিকেশনসহ নানা পন্থায় যেভাবে তদন্ত করা হয় মন্ত্রীর কর্মকর্তা-কর্মচারীদের ব্যাপারেও চাকরি দেয়ার আগে একইভাবে তদন্ত হওয়া উচিত।
মঙ্গলবার তিনি একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলকে দেয়া এক সাক্ষাতকারে এ কথা বলেন।
ড.সাদাত বলেন, ‘পিএস ও ব্যক্তিগত কর্মকর্তরা যদি কোনো অপরাধ করে এর নৈতিক দায়িত্ব যিনি তার বস তাকে নিতেই হয়। সরকারি অন্যান্য নিয়োগের ক্ষেত্রে এনএসআইসহ আইনশৃঙ্খলা বাহিনীরা খোঁজ খবর নেন। তবে এই ক্ষেত্রে মন্ত্রী ও উচ্চপদস্থ কর্মকর্তাদের প্রাইভেট সেক্রেটারি নেয়ার ক্ষেত্রে যাচাই-বাঁচাই করা প্রয়োজন।’
খবর ২৪ ঘণ্টা.কম/ জন
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- k24ghonta@gmail.com, মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০