খবর২৪ঘণ্টা বিনোদন,ডেস্ক: মাস খানেক আগে বৌদি বদলের খবরে ‘হইচই’ হয়েছিল। ‘উমা’র বদলে অনস্ক্রিনে বৌদি এ বার ‘ঝুমা’। প্রথম সিজনের স্বস্তিকা মুখোপাধ্যায় বদলে হয়েছেন মোনালিসা। শুটিংয়ের সময়ই সোশ্যাল মিডিয়ায় হিল্লোল তুলেছিলেন নতুন বৌদি। অবশেষে অপেক্ষার অবসান। আগামিকাল থেকে ‘হইচই’ প্ল্যাটফর্মে ‘দুপুর ঠাকুরপো’র সেকেন্ড সিজনের স্ট্রিমিং শুরু হবে।
তবে আগের সিজনের হ্যাংওভার নেই নতুন টিমের। স্বাভাবিক ভাবেই প্রশ্ন উঠছে, ‘উমা বৌদি’ খুব হিট ছিলেন। ‘ঝুমা’ও সেই হিট দিতে পারবেন? মোনালিসার উত্তর, ‘‘আমি আগের সিজনটা দেখেছি। স্বস্তিকা ওয়াজ টু গুড। তবে এটা ডবল ধামাকা হবে।’’
একই সুর শোনা গেল রুদ্রনীল ঘোষের গলাতেও। সেকন্ড সিজনটা আসলে ঝুমা বৌদি ভার্সেস যৌবন লাহা (রুদ্রনীলের চরিত্রের নাম)-র গল্প। বৌদিবাজি ছাড়াবার রিহ্যাব চালান যৌবন লাহা। বৌদিবাজি আন্দোলনের নেতা তিনি। বাড়িতে মেয়ে মশা ঢুকতে দেন না। ঠাকুরঘরে মহিলা ঠাকুরের ছবি পর্যন্ত অ্যালাও করেন না। এ হেন যৌবনের বাড়িতে হঠাত্ হাজির হন ঝুমা বৌদি!
‘দুপুর ঠাকুরপো’র দৃশ্যে মোনালিসা এবং রুদ্রনীল।
রুদ্রনীলের কথায়, ‘‘বৌদি আসার পর বাকি ঠাকুরপোরা যৌবন লাহার তৈরি নিয়ম ভাঙতে চান। আর যৌবন নিয়ম ধরে রাখতে চান। ওয়েব সিরিজ আসলে অনেক স্বাধীন। কাজ করে দারুণ মজা পেয়েছি। মোনালিসার সঙ্গে প্রায় ১০ বছর পর কাজ করলাম। অয়ন ডিরেক্ট করেছে। ওর সঙ্গে আগে একটা ছবিও করেছি। অম্লানের মিউজিক আমার ভাল লেগেছে। আর জুনিয়র ঠাকুরপোরাও খুব ইউনিক।’’
বৌদিবাজি শুরু হতে বাকি আর মাত্র কয়েক ঘণ্টা। তার আগে নতুন বৌদি কি ঠাকুরপোদের কোনও মেসেজ দেবেন? হাসতে হাসতে মোনালিসা বললেন, ‘‘বি অ্যাওয়ার অফ ঝুমা বৌদি… হা হা হা…।’’
https://www.instagram.com/p/Bi_gdhNhgjx/?taken-by=aslimonalisa
খবর২৪ঘণ্টা.কম/নজ
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০