খবর ২৪ঘণ্টা ডেস্ক: নির্বাচন নিয়ে পরবর্তী করণীয় ঠিক করতে বৈঠকে বসছেন ড. কামাল-ফখরুলসহ জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতারা। বৃহস্পতিবার বিকেল ৩টায় পল্টনে জাতীয় ঐক্যফ্রন্টের অস্থায়ী কার্যালয় এ বৈঠক অনুষ্ঠিত হবে।
বৈঠকে জাতীয় ঐক্যফ্রন্টের আহ্বায়ক ড. কামাল হোসেন ও মুখপাত্র মির্জা ফখরুল ইসলাম আলমগীর ছাড়াও আ স ম আব্দুর রব, মাহমুদুর রহমান মান্না, বঙ্গবীর কাদের সিদ্দিকীসহ ঐক্যফ্রন্টের স্টিয়ারিং কমিটির সদস্যরা উপস্থিত থাকবেন।
জাতীয় ঐক্যফ্রন্টের মিডিয়া কো-অর্ডিনেটর লতিফুল বারী হামিম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, নির্বাচনী পরিবেশ, বিএনপি নেতাকর্মীদের ওপর হামলা এবং জোটের পরবর্তী কার্যক্রম নির্ধারণে এ বৈঠক অনুষ্ঠিত হবে।
বৈঠক শেষে বিকেল ৫টার সময় সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানিয়ে দেয়া হবে বলেও জানান তিনি।
খবর ২৪ঘণ্টা/ নই
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০