খবর ২৪ঘণ্টা ডেস্ক: নিরাপদ সড়কের দাবিতে চলমান ছাত্র আন্দোলন বিষয়ে মতবিনিময় করতে দেশের সব বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ভিসিদের ডেকেছে সরকার।
শিক্ষা মন্ত্রণালয় থেকে মঙ্গলবার এ সংক্রান্ত নোটিস সব বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে পাঠানো হয়েছে।
শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কমকতা আফরাজুর রহমান এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, ‘আগামীকাল বুধবার বিকেল তিনটায় রাজধানীর সেগুন বাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট অডিটোরিয়াম সব বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ভিসিদের সঙ্গে মতবিনিময় সভার উদ্যোগ নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। সেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।’
সব সংবাদ মাধ্যমকে উক্ত অনুষ্ঠান কভারেজ দিতে সংবাদমাধ্যমকে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার জন্যও চিঠিতে উল্লেখ করা হয়েছে।
খবর ২৪ঘণ্টা/ নই
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০