রাজশাহী মহানগরীর বেলপুকুর থানা পুলিশের অভিযানে ৬০ বোতল ফেন্সিডিলসহ ১ মাদককারবারিকে গ্রেফতার করেছে। এসময় ফেন্সিডিল বহনে ব্যবহৃত ১৫০ সিসি এ্যাপাসি মোটরসাইকেল জব্দ করা হয়েছে।
গ্রেফতারকৃত আসামি আকরাম হোসেন (৩৯) সে বেলপুকুর থানার বড় ধাদাস গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে।
ঘটনা সূত্রে জানা যায়, বেলপুকুর থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ মনিরুজ্জামানের নেতেৃত্বে এসআই মোঃ শাহীনুর ইসলাম ও তাঁর টিম গতকাল ৩১ অক্টোবর ২০২১ সন্ধ্যা ৬ টায় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে একজন চোরাকারবারী মোটরসাইকেলে অভিনব কায়দায় ভারতীয় ফেন্সিডিল নিয়ে জয়পুর উত্তরপাড়া হয়ে ডিসির মোড়ের দিকে আসছে। এসময় তার মোটরসাইকেল তল্লাশী করে ট্যাংকির ভিতর হতে ৬০ বোতল ভারতীয় তৈরী ফেন্সিডিল উদ্ধার হয়।
গ্রেফতারকৃত আসামী মোঃ আকরাম হোসেনের বিরুদ্ধে আরো একটি চোরাচালানের মামলা বিচারাধীন রয়েছে।
গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
বিএ/
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০