রাজশাহীর পুঠিয়া উপজেলার বেলপুকুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকার চেয়ারম্যান পদপ্রার্থীর প্রচার কার্যালয়ে হামলা ও আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। শুক্রবার (৩১ ডিসেম্বর) রাতে এই হামলা ও আগুনের ঘটনা ঘটে বলে নৌকা প্রতীকের প্রার্থী রাজিবুল হক অভিযোগ করেন। এ ঘটনায় রিটার্নিং অফিসার ও বেলপুকুর থানায় লিখিত অভিযোগ করা হয়েছে।
বেলপুকুর ইউপির আওয়ামী লীগের মনোনীত প্রার্থী রাজিবুল হক জানান,চকধাদাশ গ্রামে নৌকার নির্বাচনী প্রচারণার অফিসে হামলার পর আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। এছাড়াও বড় ধাদাশ এলাকায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটিয়েছে দুর্বৃত্তরা।
তিনি অভিযোগ করে জানান, স্বতন্ত্র প্রার্থী রাকিবুল ইসলাম রাকিবের লোকেরা এ ঘটনা ঘটিয়েছে।
তিনি জানান, আমার ভোটার ও কর্মীদের ভয়ভীতি দেখাতেই শুক্রবার রাতে অফিস ভাঙচুর করে নৌকা প্রতীকের নির্বাচনী অফিস পুড়িয়েছে। একই সাথে ককটেল বিস্ফোরণ করে আমার কর্মীদের মধ্যে আতঙ্ক সৃষ্টি করা হয়েছে। আমি প্রশাসনের নিকট এ ঘটনার বিচার চাই।
অভিযোগের বিষয়ে জানতে সতন্ত্র প্রার্থী রাকিবুল ইসলাম রাকিবকে মুঠোফোনে পাওয়া যায়নি।
এ বিষয়ে বেলপুকুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুজ্জামান বলেন, নির্বাচনী অফিসে আগুন দেওয়ার ঘটনায় এখনো অভিযোগ পায়নি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।
বিএ/
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০