সিরাজগঞ্জ প্রতিনিধিঃ হাজার হাজার মানুষের চোখের জলে বিদায় জানালেন সিরাজগঞ্জের বেলকুচি পৌরসভার নির্বাচিত প্রথম মেয়র, বিশিষ্ট সমাজ সেবক ও শিক্ষানুরাগী আলহাজ মফিজ উদ্দিন লাল খাঁনকে।
তিনি একাধারে বেলকুচি পৌর আওয়ামীলীগের সভাপতি, কামারপাড়া ঈদগা ও কবরস্থান পরিচালনা পরিষদের বর্তমান সভাপতি, শেরনগর ফাজিল সিনিয়র মাদ্রাসার প্রতিষ্ঠানের সভাপতি,বেলকুচি ডিগ্রী কলজ এরং বেলকুচি মহিলা কলেজের পরিচালনা পরিষদের সদস্য ছিলেন।
শুক্রবার রাত সারে ৯টার সময় তিনি ঢাকার ধানমন্ডি সাহবুদ্দি মেমোরিয়াল হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করছে (ইন্নালিল্লাহ.........রাজীউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৭৯ বছর। তিনি স্ত্রী দুই মেয়েসহ পরিবারে অসংখ্য আত্মীয় সজন বন্ধু বান্ধব রাজনৈতিক সহকর্মীসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
শনিবার বিকালে বেলকুচি ডিগ্রী কলেজ মাঠে মরহুমের নামাযে জানাজা অনুষ্ঠিত হয়। পরে শেরনগর-কামারপাড়া কবরস্থানে মরহুমের লাশ দাফন করা হয়।
তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে বাংলাদেশ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যণ মন্ত্রী আলহাজ মোহাম্মাদ নাসিম, সাবেক মন্ত্রী জেলা আওয়ামীলীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ আব্দুল লতিফ বিশ্বাস, সিরাজগঞ্জ-২ আসনের সংসদ সদ্স্য ও জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হাবিবে মিল্লাত মুন্না, সিরাজগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য আলহাজ আব্দুল মজিদ মন্ডল। ঢাকার বনানী থানা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাবেক ছাত্র নেতা মীর মোশারফ হোসেন, বেলকুচি প্রেসক্লাবের সভাপতি ও উপজেলা আওয়ামীলীগের প্রধান উপদেষ্টা আলহাজ গাজী সাইদুর রহমান, বেলকুচি উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ একেএম ইউসুফজী খান, সাধারন সম্পাদক ফজলুল হক সরকার, বেলকুচি পৌর মেয়র বেগম আশানুর বিশ্বাস সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠন সহ সর্বস্তরের জনসাধারণ গভীরভাবে শোক প্রকাশ করেছেন।
খবর২৪ঘণ্টা.কম/নজ
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০