সিরাজগঞ্জ প্রতিনিধিঃ সিরাজগঞ্জের বেলকুচিতে ৫২০ পিছ ইয়াবাসহ ওমরসানি (২৪) আলী আশরাফ (৫৫) ও আরিফ (২৫) নামে তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
সোমবার রাতে বেলকুচি পৌর এলাকার চরচালা পলাশ মার্কেট সংলগ্ন পৃথক অভিযান চালিয়ে ওমরসানিকে ২০ পিছ ইয়াবাসহ গ্রেফতার করে থানা পুলিশ। এছাড়া ডিবির বিশেষ অভিযানে একই এলাকা থেকে আলী আশরাফ ও তার ছেলে আরিফের নিকট থেকে ৫০০ পিছ ইয়াবাসহ তাদের গ্রেফতার করে ডিবি।
গ্রেফতারকৃত ওমরসানি পৌর এলাকার চালা সাতরাস্তা গ্রামের সাখাওয়াত হোসেনের ছেলে। এছাড়া ডিবির হাতে গ্রেফতারকৃত আরিফ চরচালা গ্রামের আলী আসরাফের ছেলে এবং আলী আসরাফ মৃত কুরবান আলীর ছেলে।
বেলকুচি থানার উপ-পরিদর্শক (এসআই) আমিরুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে এসআই আব্দুল আলীম সঙ্গীয় ফোর্স নিয়ে পৌর এলাকার চরচালা পলাশ মার্কেটের পুর্বে ওয়াবদা বাধের উপর থেকে ওমরসানিকে ২০ পিছ ইয়াবাসহ গ্রেফতার করা হয়। এছাড়া আলী আশরাফ ও তার ছেলে আরিফকে ৫০০ পিছ ইয়াবাসহ তার বাড়ী থেকে গ্রেফতার করে ডিবি পুলিশ।
এব্যাপারে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা হয়েছে। আসামীদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
খবর২৪ঘণ্টা.কম/রখ
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০