সিরাজগঞ্জ প্রতিনিধিঃ সিরাজগঞ্জের বেলকুচি পৌর মেয়রের মামলায় আটককৃত যুবলীগের আহ্বায়ক সাজ্জাদুল হক রেজা ও যুগ্ন- আহ্বায়ক ফারুক সরকারের জামিন মঞ্জুর করেছেন আদালত।
সিরাজগঞ্জের চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হাবিবুর রহমান মঙ্গলবার সকালে তাদের জামিন মঞ্জুর করেন। দুপুরে সিরাজগঞ্জ কারাগার থেকে মুক্তি পান তারা। বিকালে বেলকুচি উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ে তাদের ফুলের মালা দিয়ে বরণ করেন নেতা কর্মীরা।
সিরাজগঞ্জ চীফ জুডিসিয়াল আদালতে তাদের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট সাইফুর রহমান।
উল্লেখ্য, গত ১২ ই ডিসেম্বরে একটি ঘটনায় পৌর মেয়র আশানুর বিশ্বাস দ্রুতবিচার আইনে ভাংচুর ও চাদাবাজির অভিযোগ এনে মামলা দায়ের করে। গত ১৮ জানুয়ারী সন্ধ্যার আগে ডিবি পুলিশ তাদের গ্রেফতার করে নিয়ে যায়। শুক্রবার আদালতের মাধ্যমে তাদেরকে জেলহাজতে প্রেরণ করেন।
খবর২৪ঘণ্টা.কম/রখ
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০