জেলা প্রতিনিধিঃ সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার মুকুন্দগাতী বাজার থেকে পণ্যে বিক্রয় মূল্য লেখা না থাকা, অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য তৈরি ও পাটজাত পন্য ব্যাবহার না করাসহ ভোক্তা অধিকার আইনে বাংলাদেশ বেকারীসহ ৭ প্রতিষ্ঠানকে ৫৫ হাজার ৫০০ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও বেলকুচি উপজেলা নির্বাহী অফিসার ওলিউজ্জামান।
বুধবার দুপুরে উপজেলার মুকুন্দগাঁতী বাজারে এ অভিযান পরিচালনা করা হয়। এসময় বাংলাদেশ বেকারীর পন্যের মূল্য তালিকা উৎপাদন তারিখ ও কারখানায় নোংরা পরিবেশের অপরাধে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া আরও ৬ দোকানে জরিমানা করে ভ্রাম্যমান আদালত।
এ সময় ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার ওলিউজ্জামানের সাথে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আফসানা ইয়াসমিন, থানা এসআই শামীম রেজা সহ অন্যান্য কর্মকতারা উপস্থিত ছিলেন।
খবর২৪ঘণ্টা.কম/রখ
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০