সিরাজগঞ্জ প্রতিনিধিঃ সিরাজগঞ্জের বেলকুচিতে আলহাজ্ব সিদ্দিক উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে বিভিন্ন কর্মসূচি জাতীয় সংগীতের মাধ্যমে জাতীয় পতাকা উত্তলন,কুচকাওয়াজ, নিত্য পরিবেশন ও পুরস্কার বিতরনের মধ্য দিয়ে ২৬ শে মার্চ মহান স্বাধীনতা দিবস পালিত হয়েছে।
সোমবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে বেলকুচি উপজেলার নির্বাহী অফিসার ওলিউজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ -৫ ( বেলকুচি- চৌহালী) আসনের সংসদ সদস্য আলহাজ্ব আব্দুল মজিদ মন্ডল, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বেলকুচি উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মাদ আলী আকন্দ,মন্ডল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আলহাজ্ব আব্দুল মমিন মন্ডল, উপজেলা নির্বাহী অফিসারের সহধর্মীনি নিশাত জামান, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান রাজিয়া সুলতানা মিলন, সহকারী কমিশনার (ভূমি) আফসানা ইয়াসমিন,বেলকুচি থানার অফিসার ইনচার্জ (ওসি) সাজ্জাদ হোসেন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব এ কে এম ইউসুফজী খাঁন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ফজলুল হক সরকার,উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড আলহাজ্ব নজরুল ইসলাম,বেলকুচি প্রেসক্লাবের সভাপতি আলহাজ্ব গাজী সাইদুর রহমান,উপজেলা আওয়ামি যুবলীগের আহাব্বায়ক সাজ্জাদুল হক রেজা, উপজেলা মুক্তিযোদ্ধা ও উপজেলা আওয়ামীলীগের বিভিন্ন কর্মকর্তা উপস্থিত ছিলেন।
খবর২৪ঘণ্টা.কম/নজ
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০