সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের বেলকুচিতে দুর্যোগ মোকাবেলা ও বন্যায় ঝুকিহ্রাসে পারিবারিক এবং সামাজিক পর্যায়ের দুর্যোগ প্রস্তুতি মূলক মহড়া-২০১৮ অনুষ্ঠিত হয়েছে।
[caption id="attachment_18071" align="aligncenter" width="530"] khobor24ghonta.com[/caption]
বুধবার বিকালে সোহাগপুর নতুনপাড়ার আলহাজ সিদ্দিক উচ্চ বিদ্যালয় মাঠে জেলা প্রশাসনের আয়োজনে ও ইউনিসেফের সহযোগীতায় এবং ডিডিপি'র বাস্তবায়নে সামাজিক পর্যায়ে দুর্যোগ প্রস্তুতি মূলক মহড়া অনুষ্ঠিত হয়।
উক্ত মহড়া পূর্বে সংক্ষিপ্ত আলোচনা সভায় বেলকুচি উপজেলা নির্বাহী অফিসার ওলিউজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্থানীয় সরকারের উপ-পরিচালক আবু নুর মোঃ শামছুজ্জামান।
এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বেলকুচি উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আলী আকন্দ, ইউনিসেফের প্রোগ্রাম অফিসার রওশন রহমান, জেলা সমন্বয়কারী একেএম শফিকুল আলম, জেলা সিভিল সার্জনের ডিডি আব্দুল হামিদ, বেলকুচি উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা অরুনাংশু মন্ডল, মৎস্য অফিসার আইয়ুব আলী, মাধ্যমিক শিক্ষা অফিসার এসএম গোলাম রেজা, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জাকির হোসেন প্রমূখ।
এসময় বিভিন্ন স্কুল-কলেজের ছাত্র-ছাত্রী, শিক্ষকবৃন্দ ও বেসরকারি সংস্থার প্রতিনিধিগন উপস্থিত ছিলেন।
খবর২৪ঘণ্টা.কম/নজ
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০