সিরাজগঞ্জ প্রতিনিধিঃ সিরাজগঞ্জের বেলকুচি উপজেলা রাজাপুর ইউনিয়নে লালন গ্রুপের উদ্যোগে গরিব দুঃখি অসহায়দের মাঝে শীতবস্ত বিতরণ করা হয়েছে। আজ বুধবার সকালে ২নং রাজাপুর ইউনিয়নে লালন উদ্যোগে দুই হাজার শীতার্থ অসহায় শীত বস্তহিন মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। কম্বল বিতরণের পূর্বে লালন গ্রুপের চেয়ারম্যান ও এম ডি কে ফুল দিয়ে বরন করে নেন আজমামত আহমেদ আখমুদ,উক্ত কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন লালন গ্রুপের চেয়ারম্যান ও তেতুল ঝরা ইউনিয়নের দুই দুই বার র্নিবাচিত চেয়ারম্যান আলহাজ্ব জামাল উদ্দিন সরকার। এ সময় তিনি নিজ হাতে অসহায়দের মাঝে কম্বল বিতরণ করে নিজেকে ধন্য মনে করেন। এতে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন লালন গ্রুপের এম ডি আলহাজ্ব আমান উদ্দিন সরকার ,রাজাপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আতাউর রহমান, ৯ নং কালিয়া হরিপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মিজানুর রহমান মিজান, বিশিষ্ট রাজনীতিবিদ সেলিম আহমেদ , আজমামত আহমেদ মাখমুদ, রফিক উদ্দিন ও আওয়ামীলীগের আরো বিভিন্ন অঙ্গ সংগঠনের কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন ।
খবর২৪ঘণ্টা.কম/নজ
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০