সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের বেলকুচিতে মসজিদুল কোবা জামে মসজিদের ভিত্তি প্রস্তর স্থাপণ করলেন জেলা আওয়ামীলীগের সভাপতি, জেলা পরিষদের চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী আলহাজ আব্দুল লতিফ বিশ্বাস।
বৃহস্পতিবার দুপুরে বেলকুচি পৌর এলাকার ক্ষিদ্রমাটিয়া উত্তরপাড়া মসজিদুল কোবা নামক একটি জামে মসজিদে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ভিত্তি প্রস্তর স্থাপণ করেন তিনি।
উক্ত ভিত্তি স্থাপন অনুষ্ঠান উপলক্ষে সংক্ষিপ্ত আলোচনা সভায় আলহাজ্ব হোসেন কারির সভাপতিত্বে ও ছাত্র নেতা আবু নাসের বক্কারের সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন সিরাজগঞ্জ জেলা আওয়ামীলীগের সভাপতি, জেলা পরিষদের চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী আলহাজ্ব আব্দুল লতিফ বিশ্বাস।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বেলকুচি প্রেসক্লাবের সভাপতি আলহাজ্ব গাজী সাইদূর রহমান, বেলকুচি উপজেলা আ’লীগের সভাপতি এ কে এম ইউসুফজী খাঁন, পৌর মেয়র বেগম আশানূর বিশ্বাস, পৌর আ’লীগের সহ- সভাপতি শাজাহান আলী, সাবেক মেম্বার হোসেন আলী, বেলকুচি উপজেলা আওয়ামী যুবলীগের যুগ্ন-আহব্বায়ক ইউসুফ আলী শেখ, আওয়ামীলীগ নেতা শামছুল আলম প্রমূখ।
এসময় পৌর কাউন্সিলর সহিদুল ইসলাম, আওয়ামীলীগ নেতা মোতালেব চৌধুরীসহ উক্ত গ্রামের বিভিন্ন স্তরের ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।
খবর২৪ঘণ্টা.কম/নজ
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০