সিরাজগঞ্জ প্রতিনিধিঃ "অপসাংস্কৃতি দূর কর, কোরআন দিয়ে জীবন গড়, শিক্ষার জন্য এসো, সেবার জন্য বেরিয়ে যাও, এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে সিরাজগঞ্জের বেলকুচিতে ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
শুক্রবার সন্ধ্যায় উপজেলার চালা সাতরাস্তা ঈদগাহ মাঠে গ্রামের যুবকদের সার্বিক সহযোগিতায় ও হাফেজ কামাল উদ্দিন এবং হাফেজ সেরাজুল ইসলামের উদ্যোগে ঢাকার কলরব শিল্পী গোষ্ঠী, সিরাজগঞ্জের রংধনু শিল্পী গোষ্ঠী ও বেলকুচির মোহনা শিল্পী গোষ্ঠীর সমন্বয়ে ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উক্ত সাংস্কৃতিক অনুষ্ঠানে বেলকুচি উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ একেএম ইউসুফজী খানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহপুর মাদ্রাসার মুহতামিম আলহাজ হাফেজ জালাল উদ্দিন।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চালা ইসলামীয়া দারুল হেফজ ও কওমী মাদ্রাসার মুহতামিম আলহাজ মাওঃ রফিকুল ইসলাম, মুকুন্দগাতীঁ মাদ্রাসার মুহতামিম হাফেজ মোঃ নুরুল আলম, চালা সাতরাস্তা জামে মসজিদের ইমাম হাফেজ মাওঃ হাবিবুল্লাহ, সাবেক ইউপি সদস্য আব্দুস সোবাহান, আজগর আলী প্রামানিক, উপজেলা আওয়ামী যুবলীগের যুগ্ন-আহব্বায়ক ইউসুফ আলী শেখ, সমাজ সেবক মহের উদ্দিন প্রামানিক, মিলন খানসহ আরও অনেকে।
খবর২৪ঘণ্টা.কম/নজ
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- k24ghonta@gmail.com, মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০