সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের বেলকুচিতে ফজর আলী লুঙ্গীর মালিক ও ম্যানেজার কর্তৃক আত্বসাতকৃত প্রায় ৩০ কোটি টাকা ফেরত চেয়ে মানববন্ধন ও সংবাদ সন্মেলন করেছেন স্থানীয় তাত ও সুতা ব্যবসায়ীরা। রোববার দুপরে উপজেলার তামাই বাজারে মানববন্ধন ও সংবাদ সন্মেলনে এই দাবী জানানো হয়।
এ সময় লিখিত বক্তব্য পাঠ করেন সিরাজগঞ্জ হ্যান্ডলুম ও পাওয়ারলুম মালিক সমিতির সভাপতি হাজী বদিউজ্জামান বদি,আলহাজ্ব ফজলার রহমান,আব্দুস সামাদ সরকার,ইউপি সদস্য শাহ আলম মন্ডল প্রমুখ।
উল্লেখ্য গত ৩ মাস আগে স্থানীয় প্রায় শতাধিক ব্যাবসায়ীকে সুতা দেবার কথা বলে ফজর আলী ও তার ম্যানেজার মামুন মুসল্লী প্রায় ৩০ কোটি টাকা হাতিয়ে নিয়ে আত্বগোপনে রয়েছে।
খবর২৪ঘণ্টা.কম/নজ
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০