সিরাজগঞ্জ প্রতিনিধিঃ সিরাজগঞ্জের বেলকুচিতে "অভিবাসনে সুশাসন নিশ্চিতকরণ ও বিদেশ ফেরতদের পুনরায় একত্রীকরণ" শীর্ষক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার দিনব্যাপী উপজেলা পরিষদ সভা কক্ষে অভিবাসনে সুশাসন নিশ্চিতকরণ ও বিদেশ ফেরতদের পুনরায় একত্রীকরণ" শীর্ষক কর্মশালায় বেলকুচি উপজেলা নির্বাহী অফিসার ওলিউজ্জামানের সভাপতিত্বে, উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আফসানা ইয়াসমীন, বেলকুচি থানার অফিসার ইনচার্জ (ওসি) সাজ্জাদ হোসেন, বেলকুচি প্রেসক্লাবের সভাপতি আলহাজ্ব গাজী সাইদুর রহমান, বেসরকারী সংস্থা এসিডির কাউন্সিলর মতিউর রহমান, ব্রাক মাইগ্রেশন ম্যানেজার আব্দুল মাজেদ, জেলা ব্র্যাক প্রতিনিধি স্বপন কুমার মিস্ত্রী, ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের এফও মোকাররম হোসেনসহ জন প্রতিনিধি, সরকারী কর্মকর্তা, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, ইমাম, সাংবাদিক এবং অভিবাসন কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।
খবর২৪ঘণ্টা.কম/নজ
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০