খবর২৪ঘণ্টা.কম, ডেস্ক: বেনাপোল সীমান্ত পথে অবৈধভাবে ভারত থেকে ফেরার সময় নারী, পুরুষ ও শিশুসহ ১৩ বাংলাদেশিকে আটক করেছে বিজিবি। তবে এ সময় কোনো পাচারকারীকে বিজিবি আটক করতে পারেনি।
বৃহস্পতিবার বিকেল ৩টার দিকে বেনাপোল-গাতিপাড়া সড়ক থেকে তাদের আটক করা হয়।
আটকরা হলো- জাফর শেখ (৪০), তাসলিমা বেগম (৩০), তাছমুল শেখ (৯), মুন্নি বেগম (৩৫), লাভলী (৫), ইসলাম শেখ (২), ইব্রাহীম শেখ (১১), মানিক শেখ (৯), রতন দত্ত (১৮), মারিয়া বেগম (৩৫), আতিয়ার শেখ (৩৪), বেবি বেগম (২৫) ও লামিয়া (৬)। মোকসেদপুর, খুলনা ও গোপালগঞ্জের বিভিন্ন এলাকায় তাদের বাড়ি।
বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে ভারত থেকে বেশ কিছু নারী-পুরুষ ও শিশু অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করবে। পরে ওই স্থানে অভিযান চালিয়ে ১৩ জনকে আটক করে। এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা সটকে পরে।
৪৯ ব্যাটালিয়নের বেনাপোল আইসিপি বিজিবি ক্যাম্প কমান্ডার সুবেদার শ্রী হারাধন বিষয়টি নিশ্চিত করেছেন।
খবর২৪ঘণ্টা.কম/রখ
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- k24ghonta@gmail.com, মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০