জেলা প্রতিনিধিঃ বেনাপোলের পুটখালী সীমান্তে ১ কেজি ১৫০ গ্রাম ওজনের ১০টি সোনার বার ও দেড় লাখ টাকাসহ রনি হোসেন (২২) নামে এক পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। সোমবার (১১ ডিসেম্বর) দুপুর আড়াইটার সময় পুটখালী পশ্চিম পাড়ার একটি আম বাগানের মধ্য থেকে বিজিবি সদস্যরা তাকে আটক করে।
বেনাপোল পুটখালী ক্যাম্প কমান্ডার সুবেদার আবুল হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি একজন সোনা ও হুণ্ডি পাচারকারী বিপুল পরিমাণ সোনা ও হুণ্ডির চালান নিয়ে পুটখালী সীমান্তের পশ্চিম পাড়ার একটি আম বাগানে অপেক্ষা করছে।এ ধরনের সংবাদের ভিত্তিতে সঙ্গীয় ফোর্স নিয়ে সেখানে অভিযান চালিয়ে রনি নামে এক পাচারকারীকে আটক করা হয়। এ সময় তার শরীর তল্লাশি করে ১০টি সোনার বার ও দেড় লাখ টাকা পাওয়া যায়।
২১ বিজিবির অধিনায়ক লে. কর্নেল তারিকুল হাকিম জানান, জিজ্ঞাসাবাদ শেষে আটক রনিকে বেনাপোল পোর্ট থানায় সোনার বার ও টাকাসহ সোপর্দ করা হবে।
খবর২৪ঘণ্টা.কম/রখ
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- k24ghonta@gmail.com, মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০