যশোর প্রতিনিধিঃ যশোরের বেনাপোল চেকপোস্ট দিয়ে ভারতে পাচারের সময় ২০০ গ্রাম ওজনের দু’টি স্বর্ণেরবারসহ মোস্তাফিজুর রহমান (৫৫) নামে এক যাত্রীকে আটক করেছেন কাস্টমস শুল্ক গোয়েন্দা সদস্যরা। আজ দুপুর ১২টার দিকে ওই যাত্রী ভারতে যাওয়ার সময় সন্দেহ হলে তাকে আটক করা হয়। তার বাড়ি মুন্সিগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার কোনাইসার গ্রামে।
কাস্টমস গোয়েন্দা সূত্র জানা যায়, গোপন খবরে বেনাপোল কাস্টমস চেকপোস্ট থেকে বের হওয়ার পথে ওই যাত্রীকে আটক করা হয়। তার কাছে স্বর্ণ থাকার বিষয়টি প্রথমে সে অস্বীকার করলেও পরে শরীর তল্লাশি চালিয়ে পায়ুপথে দু’টি স্বর্ণেরবার পাওয়া যায়।
খবর২৪ঘণ্টা.কম/রখ
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- k24ghonta@gmail.com, মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০