নোয়াখালীর বেগমগঞ্জের বিভিন্ন স্থানে মন্দির ও পূজামণ্ডপে হামলা ঘটনায় ১৮টি মামলা হয়েছে।
সোমবার (১৮ অক্টোবর) দুপুরে নোয়াখালী পুলিশ সুপার (এসপি) শহীদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা গেছে, নোয়াখালীর বেগমগঞ্জের বিভিন্ন স্থানে সংঘর্ষ, মন্দির ও পূজা মণ্ডপে হামলার ঘটনায় ১৮টি মামলা হয়েছে। এর মধ্যে ১০টি মামলার বাদী পুলিশ। ৬টি মামলার বাদী ক্ষতিগ্রস্ত পূজা মণ্ডপের সদস্য, ১টি মামলার বাদী পূজা ঘরের মালিক এবং বাকি ১ বাদী ইসকন মন্দিরের অধ্যক্ষ। এ মামলাগুলোতে এজাহার নামীয় আসামি রয়েছেন মোট ২৮৫ জন। অজ্ঞাত পরিচয় আসামি রয়েছেন ৪ থেকে ৫ হাজার।
নোয়াখালী পুলিশ সুপার (এসপি) শহীদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, এ মামলাগুলোতে এখন পর্যন্ত গ্রেপ্তার করা হয়েছে ৯০ জনকে।
বিএ/
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- k24ghonta@gmail.com, মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০