খবর২৪ঘণ্টা,আন্তর্জাতি ডেস্ক: ফের বেকায়দায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার তার বিরুদ্ধে আইনি পথে হাঁটলেন পর্নস্টার স্টেফানি ক্লিফোর্ড ওরফে স্টর্মি ড্যানিয়েলস। ট্রাম্পের বিরুদ্ধে মানহানির মামলা করেছেন নীল দুনিয়ার এই তারকা।
সোমবার নিউইয়র্কের একটি আদালতে মানহানির মামলা দায়ের করেন স্টেফানি। নীল সুন্দরীর অভিযোগ, টুইট করে তার বিরুদ্ধে মিথ্যে ও অপমানজনক মন্তব্য করেছেন ট্রাম্প। মামলায় ভাবমূর্তি নষ্টের অভিযোগ জানিয়ে ৭৫ হাজার মার্কিন ডলারের ক্ষতিপূরণ দাবি করেছেন স্টেফানি। এছাড়াও মার্কিন প্রেসিডেন্টের বিরুদ্ধে হুমকি দেওয়া ও চাপ সৃষ্টির অভিযোগও করেছেন তিনি।
এর আগে ট্রাম্পের সঙ্গে যৌনসম্পর্ক রয়েছে এমনটা দাবি করে শোরগোল ফেলে দিয়েছিলেন পর্নস্টার স্টেফানি ক্লিফোর্ড। অভিযোগ নির্বাচনের আগেই ব্যক্তিগত আইনজীবী মারফত টাকা দিয়ে ওই পর্নস্টারের মুখ বন্ধ করেছিলেন ট্রাম্প। সমস্ত অভিযোগ খারিজ করে স্টেফানিকে জালিয়াত তকমা দিয়েছেন ট্রাম্প। এমনকী একটি টুইট করে তিনি বলেন, “স্টেফানি জালিয়াত। সাজানো অভিযোগ তুলে মানুষকে বোকা বানানোর চেষ্টা করছেন তিনি। যদিও সবাই তার ছলনা বুঝতে পারছে।”
খবর২৪ঘণ্টা.কম/নজ
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০