খবর২৪ঘন্টা নিউজ ডেস্কঃ ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলায় বাড়ির আঙিনা দিয়ে বৃষ্টির পানি যাওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে ইমান আলী নামে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার সকাল ১০টার দিকে উপজেলার চৌদার উত্তরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বৃষ্টির পানি যাওয়াকে কেন্দ্র করে ইমান আলীর সঙ্গে পার্শ্ববর্তী বাড়ির নাজমুলের ঝগড়া হয়। নাজমুল গংরা মিলে ইমান আলীকে শ্বাসরোধ করে হত্যা করে। এ ঘটনায় উভয় পক্ষের তিনজন আহত হওয়ার খবর পাওয়া গেছে।
ফুলবাড়ীয়া থানার ওসি আজিজুর রহমান জানান, প্রাথমিকভাবে ইমান আলীকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় নাজমুল, আ. আজিজ ও নাজমা খাতুনকে গ্রেফতার করা হয়েছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।খবর২৪ঘন্টা /এবি
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০