জাবি প্রতিনিধি :
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) দ্বিতীয় বর্ষের ছাত্র আবরার ফাহাদের হত্যার সাথে জড়িতদের ফাঁসির দাবিতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল ও ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে। মঙ্গলবার দুপুর ১টার দিকে এ মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করা হয়। বেশ কিছুক্ষণ শিক্ষক-শিক্ষার্থীরা মহাসড়ক অবরোধ করে রাখে। এ কর্মসূচীতে শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে। উল্লেখ্য, বুয়েট ছাত্র আবরারকে রোববার দিবাগত রাত ৩
টার দিকে পিটিয়ে হত্যা করে শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা। পরে পুুলিশ শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদকসহ বেশ কয়েকজনকে আটক করে। হত্যাকারীদের কঠোর শাস্তির দাবিতে ফুঁসে উঠেছে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এ ঘটনায় ৯ জনকে স্থায়ীভাবে বহিস্কার করেছে কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি ও সেক্রেটারী।
এস/আর
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- k24ghonta@gmail.com, মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০