আন্তর্জাতিক ডেস্ক: পশ্চিম আফ্রিকার দেশ বুরকিনা ফাসোয় বন্দুকধারীর হামলায় অন্তত ২০ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন।
শনিবার রাতে বেশ কয়েকজন মোটরসাইকেল আরোহী বন্দুকধারী বানি এলাকার একটি গ্রামে হামলা চালালে এ হতাহতের ঘটনা ঘটে।
এর পরপরই বুরকিনা ফাসোর সাহেল অঞ্চলে আরও অন্তত ছয়শ’ সেনা পাঠানোর ঘোষণা দিয়েছে ফ্রান্স।
মাত্র এক সপ্তাহ আগেই বুরকিনা ফাসোর সিলগাদজি শহরে সশস্ত্র হামলায় অন্তত ৩৯ জন প্রাণ হারিয়েছিলেন। গত বছর ওই অঞ্চলে সংঘর্ষে অন্তত প্রাণ হারিয়েছেন চার হাজার মানুষ।
২০১২ সালে স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠি উত্তরাঞ্চলীয় মালি দখল করলে এ সংঘর্ষের সূত্রপাত হয়। পরে ফ্রান্স তাদের বিরুদ্ধে সেনা অভিযানের ঘোষণা দেয়। ২০১৫ সালে একটি শান্তিচুক্তি হলেও তা কখনোই পুরোপুরি কার্যকর হয়নি।
এমকে
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০