খবর ২৪ ঘণ্টা, বিনোদন ডেস্ক: গত বছরের শেষদিকে বোন রিয়ার বিয়ে হয়েছে। কিন্তু রাইমা সেন কবে বিয়ে করছেন? রাইমার ভক্তদের মনের মধ্যে নিত্যদিনই ঘুরপাক খাচ্ছে সে প্রশ্ন। কিন্তু তিনি নিজে কী বলছেন? এক সাক্ষাৎকারে তিনি নিজেই জানালেন সেকথা। আর সেখানেই ঘুরে ফিরে এল বলিউডের হার্টথ্রব এবং আরেক ব্যাচেলর সালমান খানের নাম। কিন্তু কেন এল সল্লু ভাইয়ের নাম?
কয়েকদিন আগেই বিয়ে করেছেন বোন রিয়া। ছাদনাতলায় বসেছেন বন্ধু পাওলি দামও। কিন্তু তাঁকে কবে দেখা যাবে কনের বেশে? এই প্রশ্নের উত্তরে রাইমা যা বললেন তার সারমর্ম করলে দাঁড়ায়, আপাতত তিনি অভিনয় এবং ছবির
প্রোমোশন নিয়েই ব্যস্ত। অদূর ভবিষ্যতেও বিয়ে নিয়ে তাঁর কোনও চিন্তাভাবনা নেই। আর এখানেই টেনে আনেন সালমানের প্রসঙ্গ।
বিয়ের প্রসঙ্গে রাইমার সহাস্য উত্তর, ‘আমি তো সালমানের সঙ্গে প্রতিযোগিতা করছি। দেখা যাক কে জেতে, মুম্বই না কলকাতা?’ আসলে বলিউড অভিনেতা সলমনও নিজের বিয়ে নিয়ে খুব একটা আগ্রহী নন। দীর্ঘদিনের বান্ধবী ইউলিয়া ভানতুরের সঙ্গে বারংবার বিয়ের জল্পনা ছড়ালেও প্রকাশ্যে তা নিয়ে মুখ খোলেননি ভাইজান। আর এবার যেন সেই রাস্তায় অবলম্বন করেছেন রাইমাও।
গত বছর মুনমুন সেনের মেয়ের কোনও ছবি মুক্তি পায়নি। মুক্তি পেয়েছিল ‘হ্যালো’ নামে একটি ওয়েবসিরিজ। তবে এ বছর মুক্তি পেতে চলেছে একের পর এক সিনেমা। তালিকায় রয়েছে রাজীব চৌধুরি পরিচালিত বাংলা সিনেমা ‘কায়া’ও। শুরটা অবশ্য হবে হিন্দি সিনেমা ভদকা ডায়েরিজ দিয়ে। যেখানে কে কে মেননের বিপরীতে অভিনয় করবেন তিনি।
খবর ২৪ ঘণ্টা.কম/ জন
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০