টালিউড অভিনেত্রী তনুশ্রী চক্রবর্তী। রোববার (৭ ফেব্রুয়ারি) রাতে ইনস্টাগ্রামে একটি ছবির পোস্ট করেছেন তিনি। সেখানে দেখা যাচ্ছে, মুখে হালকা মেকআপ, খোলা চুলে দাঁড়িয়ে আছেন তিনি। তার দৃষ্টি থেকে বিস্ময় ছড়াচ্ছে! আরো বিস্ময় জাগিয়েছে, তার সিঁথির সিঁদুর।
এদিকে তনুশ্রীর বিয়ের গুঞ্জনে ঘি ঢালেন টালিউড অভিনেত্রী ও সংসদ সদস্য মিমি চক্রবর্তী। কারণ এই ছবির পোস্টে মিমি মন্তব্য করেন—‘শেষমেশ বিয়েটা করে ফেল্লি, ডাকলি না।’
জবাবে তনুশ্রী লিখেন, ‘আরে এটা ফিল্মের বিয়ে! আউট ডোরে এসে কী তুই আমার বিয়ে খাবি।’ ভারতীয় গণমাধ্যমের খবর, ব্যক্তিগত জীবনে প্রেমের সম্পর্কে রয়েছেন তনুশ্রী। এর আগে তিনি বলেছিলেন, ‘হ্যাঁ, আমি প্রেমের সম্পর্কে রয়েছি। তবে এখনই বিয়ে করব না।’ জানা যায়, এক প্রযোজকের সঙ্গে সম্পর্কে রয়েছেন তিনি। তবে প্রযোজকের নাম পরিচয় কিছু জানাননি তনুশ্রী।
২০১০ সালে তনুশ্রী ‘বন্ধু এসো তুমি’ নামে ছবির মাধ্যমে চলচ্চিত্রে পা রাখেন। এরপর ‘খাদ’, ‘বুনো হাঁস’, ‘অভিশপ্ত নাইটি’, ‘কয়েকটি মেয়ের গল্প’, বেডরুম’-এর মতো অনেক ছবিতেই দেখা গেছে তাকে।
জেএন
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০