খবর২৪ ঘণ্টা, স্পোর্টস, ডেস্ক: বর্তমান ভারতীয় ক্রিকেট টিমের অন্যতম একজন সদস্য যুজবেন্দ্র চাহাল। ধারাবাহিক পারফরমেন্সে তিনি নজর কেড়েছেন বিশ্ব ক্রিকেটের। এবার তাকে নিয়ে শুরু হয়েছে নানা জল্পনা-কল্পনা-গুঞ্জন। উল্টো দিকে নাম উঠে আসছে।
অনেকদিন ধরেই কানাঘুষো চলছে চাহাল ও অভিনেত্রী তনিষ্কা কপুরের সম্পর্ক নিয়ে। দক্ষিণ এই নায়িকার সঙ্গে কয়েকবার দেখাও গেছে চাহালকে। এরই মধ্যে রটে গিয়েছিল বিয়ের কথাও। তবে এমন খবরে রীতিমতো বিরক্ত চাহাল। টুইটারে নিজের প্রতিক্রিয়াও জানালেন এই লেগ স্পিনার। যেখানে তিনি স্পষ্ট করে দিয়েছেন কোনোভাবেই এই খবরের কোনো সত্যতা নেই।
চাহাল সেই টুইটে লেখেন, ‘‘আমি এই পোস্ট করছি এটা জানাতে যে আমার জীবনে কিছুই চলছে না। আমি বিয়েও করছি না। তনিশা আর আমি খুব ভাল বন্ধু। সংবাদ মাধ্যমের কাছে অনুরোধ, বানানো খবর দেবেন না। আমার ব্যক্তি জীবনকে সম্মান করুন।’’
খবর২৪ঘণ্টা.কম/নজ
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০