রাজস্থানের বারওয়ারা ফোর্টে রাজকীয়ভাবে সাত পাকে বাঁধা পড়েছেন ভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফ। বলিউডের নতুন তারকা দম্পতি বিয়েতে কী উপহার পেলেন সেটি জানতে ভক্তদের আগ্রহের কমতি নেই। ভিকি-ক্যাটরিনার বিয়েতে তারকাদের উপস্থিতি নজরে না এলেও তাদের উপহার ঠিকই পৌঁছে দিয়েছেন।
ভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, সাবেক প্রেমিকা ক্যাটরিনার বিয়েতে ৩ কোটি রুপি মূল্যের একটি র্যাঞ্জ রোভার উপহার দিয়েছেন সালমান খান। এই নায়িকার আরেক সাবেক প্রেমিক রণবীর কাপুর দিয়েছেন ২.৭ কোটি রুপি মূল্যের হীরার নেকলেস। এমনকি রণবীরের বর্তমান প্রেমিকা আলিয়া ভাট এই নবদম্পতিকে উপহার দিয়েছেন এক ঝুড়ি পারফিউম। এগুলোর মূল্য লাখ রুপির ওপর।
বলিউড ইন্ডাস্ট্রির অন্য তারকারাও ভিকি ও ক্যাটরিনাকে বিয়ের উপহার দিয়েছেন। জানা গেছে, আনুশকা শর্মা ৬.৪ লাখ রুপি মূল্যের কানের দুল, সুপারস্টার শাহরুখ খান ১.৫ লাখ রুপি মূল্যের একটি চিত্রকর্ম, হৃতিক রোশান ৩ লাখ রুপি মূল্যের গাড়ি ও তাপসী পান্নু ১.৪ লাখ রুপির একটি ব্রেসলেট উপহার দিয়েছেন।
বিয়েতে আয়োজনের কোনো কমতি রাখেননি ভিক্যাট। জাঁকজমকপূর্ণ এই আয়োজনে ছিল কঠোর নিরাপত্তা। সেখানে উপস্থিত ছিলেন এই জুটির কাছের বন্ধু ও পরিবার-আত্মীয়রা। খুব শিগগিরই বলিউড তারকাদের নিয়ে একটি বিবাহোত্তর সংবর্ধনার আয়োজন করবেন নবদম্পতি।
বিএ/
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০