বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) মিডিয়া অ্যান্ড কমিউনিকেশন্স কমিটির চেয়ারম্যানের দায়িত্ব পেলেন তানভির আহমেদ টিটো। মুহাম্মদ জালাল ইউনুসের স্থলাভিষিক্ত হলেন তিনি।
শুক্রবার (২৪ ডিসেম্বর) বোর্ড সভা শেষে বিষয়টি সাংবাদিকদের জানিয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।
চলতি বছরের অক্টোবরে পরিচালনা পরিষদ নির্বাচন ঢাকা বিভাগ থেকে নির্বাচিত হয়েছিলেন তানভির আহমেদ টিটো।
নারায়ণগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক, জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করছেন টিটো।
মাস্টার ক্রিকেটার্স অব নারায়ণগঞ্জ এবং নারায়ণগঞ্জ ক্লাব লিমিটেডের সভাপতিও তিনি।
বিএ/
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০