রয়েল খান স্পোর্টস ডেস্ক: শ্রীলঙ্কার মাটিতে ত্রিদেশীয় টি-টোয়েন্টি ট্র্নুামেন্টের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করল ভারতীয় নির্বাচকরা৷৬ মার্চ থেকে শুরু হতে চলা এই টুর্নামেন্টের জন্য বিশ্রাম দেওয়া হল ধোনি-কোহলিদের৷ ত্রিদেশীয় টুর্নামেন্টে খেলবে ভারত-শ্রীলঙ্কা ও বাংলাদেশ৷
বিরাটের পরিবর্তে নেতৃত্বের দায়িত্বে পেলেন রোহিত শর্মা৷ প্রোটিয়া সফরের শেষ টি-টোয়েন্টি ম্যাচে কোহলির অনুপস্থিতিতে নেতৃত্ব দিয়ে ম্যাচ জেতান রোহিত৷ অতীতে ঘরের মাঠে শ্রীলঙ্কার বিরুদ্ধে কোহলির অনুস্থিতিতে ওয়ান ডে সিরিজেও নেতা হিসেবে দলকে এগিয়ে নিয়ে গিয়েছেন রোহিত৷ অধিনায়কের দায়িত্ব নিয়ে লঙ্কানদের বিরুদ্ধে ৩ ম্যাচের সিরিজ জিতিয়েছেন ২-১ ব্যবধানে৷ ত্রিদেশীয় টুর্নামেন্টের জন্য তাই মারাঠা ডানহাতি ওপেনারের নেতৃত্বের উপরই আস্থা রাখল এম এস কে প্রসাদ অ্যান্ড কোং৷ সহ অধিনায়কের দায়িত্ব পেলেন শিখর ধাওয়ান৷
ধোনি-কোহলি ছাড়াও প্রোটিয়া সফরের একাধিক ম্যাচ উইনারকে বিশ্রাম দেওয়া হয়েছে, যার মধ্যে রয়েছেন অলরাউন্ডার হার্দিক পাণ্ডিয়া,কুলদীপ যাদব, জসপ্রীত বুমরাহ,ভুবনেশ্বর কুমার৷
মার্চে শ্রীলঙ্কার মাটিতে হতে চলা ত্রিদেশীয় টি-টোয়েন্টি টুর্নামেন্টের জন্য এক নজরে ভারতীয় দল-
রোহতি শর্মা (অধিনায়ক), শিখর ধাওয়ান (সহ অধিনায়ক) লোকেশ রাহুল, সুরেশ রায়না, মণীশ পাণ্ডে, দীনেশ কার্তিক, দীপক হুডা, ওয়াশিংটন সুন্দর, যুজবেন্দ্র চাহাল, অক্ষর প্যাটেল, বিজয় শংকর, শার্দুল ঠকুর, জয়দেব উনাদকট, মহম্মদ সিরাজ, ঋসভ পন্থ(উইকেট রক্ষক)
খবর২৪ঘণ্টা.কম/রখ
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- k24ghonta@gmail.com, মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০