নাটোর প্রতিনিধিঃ বিশ্ব রেড ক্রস ও রেড ক্রিসেন্ট আন্দোলনের প্রতিষ্ঠাতা মহাত্বা জীন হেনরী ডুনান্টের ১৯০তম জন্ম বার্ষিকী দিবস উপলক্ষে নাটোরে বনাঢ্য সোভাযাত্রা ও আলোচনা এবং রক্তদান কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক শাহিনা খাতুন। মঙ্গলবার সকালে নাটোর রেড ক্রিসেন্ট কার্যলয়ে জাতীয় ও রেড ক্রিসেন্টর পতাকা উত্তলন করা হয়।
রেড ক্রিসেন্ট কার্যলয় থেকে একটি বনার্ঢ্য সোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক ঘুরে পুনরায় একই স্থানে মিলিত হয় । পরে সেখানে এক আলোচনা সভায় জেলা পরিষদ ও নাটোর রেড ক্রিসেন্ট ইউনিট চেয়ারম্যান সাজেদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা প্রশাসক শাহিনা খাতুন। এসময় আরো বক্তব্য রাখেন জেলা সিভিল সার্জেন আজিজুল ইসলাম, জেলা শিক্ষা অফিসার রমজান আলী আকন্দ , সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শরিফুল ইসলাম রমজান ,নাটোর রেড ক্রিসেন্ট ইউনিটির সাধারন সম্পাদক জালাল উদ্দিন প্রমুখ।
পরে রেড ক্রিসেন্ট হল রুমে বিনামূল্য রক্তদান কর্মসূচি পালন করা হয়।
খবর২৪ঘণ্টা.কম/নজ
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০