নিজস্ব প্রতিবেদক : ৫১ তম বিশ্ব মান দিবস উপলক্ষে বিএসটিআই রাজশাহী বিভাগীয় অফিসের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার বেলা ১১টার দিকে রাজশাহীস্থ সম্মেলন কক্ষে বিএসটিআই’র পরিচালক খাইরুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এবারের বিশ্ব মান দিবসের প্রতিপাদ্য বিষয় ছিল “পৃথিবী সুরক্ষায় মান”। আলোচনা সভায় রাজশাহীর অতিরিক্ত বিভাগীয় কমিশনার জাকীর হোসেন প্রধান অতিথি ছিলেন। ভার্চুয়ালি উপস্থিত থেকে এবারের মান দিবসের প্রতিপাদ্যের উপর বিষয় ভিত্তিক গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন এবং স্থাপিত “মুজিব কর্ণার” উদ্বোধন করেন।
প্রতিপাদ্য বিষয়ের উপর বিএসটিআই এর উপ-পরিচালক (মেট্রোলজি) রবিউল আযম মূল প্রবন্ধ উপস্থাপন করেন। অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি ছিলেন, বেনেতী ব্যবসায়ী সমিতি র সাধারণ সম্পাদক সেকেন্দার আলী। অতিথিরা বিএসটিআই’র জনবল বৃদ্ধিসহ বিএসটিআই, রাজশাহী’র ল্যাবটেরীতে অত্যাধুনিক যন্ত্রপাতি স্থাপনের মাধ্যমে সকল পণ্যের পূর্ণাঙ্গ পরীক্ষার সুযোগ সৃষ্টির জোড় দাবী জানান।
এ/আর
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০