খবর ২৪ঘণ্টা ডেস্ক: দক্ষিণ কোরিয়ার বিপক্ষে মহাগুরুত্বপূর্ণ ম্যাচে ২-০ গোলে হেরে রাশিয়া বিশ্বকাপ থেকে বিদায় নিল গতবারের চ্যাম্পিয়ন জার্মানি। একের পর এক আক্রমণ করেও গোলের দেখা পায়নি জার্মানিরা।
শুরু থেকেই দক্ষিণ কোরিয়ার গোলমুখে মুহূর্মুহু আক্রমণ। কিন্তু দুর্ভাগ্য জার্মানির। একের পর এক আক্রমণ ঠেকিয়ে দেন দক্ষিণ কোরিয়ার গোলরক্ষক।
খেলার ইনজুরি সময়ে ২ গোল হজম করে রাশিয়া বিশ্বকাপ থেকে বিদায় নিতে হয় তাদের। ২০০২ বিশ্বকাপে ফ্রান্সের পর বিশ্ব চ্যাম্পিয়ন হিসেবে গ্রুপ পর্ব থেকে প্রথম দেশ হিসেবে বাদ পড়লো চারবারের শিরোপাধারীদের।
দক্ষিণ কোরিয়া একাদশ : জো হিউন উ (২৩) (গোলরক্ষক), লি ইয়ং (২), ইউন ইয়ুং সুন (৫), হং চুল (১৪), কিম ইয়ুং গুন (১৯), জ্যাং হিউন সু (২০), জাং উ ইয়ং (১৫), মুন সিওন-মিন (১৮), লি জায়ে-সুং (১৭), সন হিউং মিন (৭), কো জা সেউল (১৩)।
জার্মানি একাদশ : ম্যানুয়েল নুয়্যার (গোলরক্ষক) (১), হোনাস হেক্টর (৩), ম্যাটস হামেলস (৫), নিকলাস শুলে (১৫), জসুয়া কিমিচ (১৮), স্যামি খেদিরা (৬), টনি ক্রুস (৮), মেসুত ওজিল (১০), লিওন গোরেৎজা (১৪), টিমো ওয়ার্নার (৯), মার্কো রেউস (১১)।
খবর ২৪ঘণ্টা/ নই
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০