বৈশ্বিক মহামারি নভেল করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে বিশ্বে মৃতের সংখ্যা বাড়ছেই। শেষ খবর অনুযায়ী, এ পযর্ন্ত মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭ লাখ ৪৮ হাজার ১৩১ জনে। বিশ্বব্যাপী করোনা ভাইরাসের সর্বশেষ পরিসংখ্যান জানার অন্যতম ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার এ তথ্য জানিয়েছে।
ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, করোনা ভাইরাসে এ পর্যন্ত আক্রান্ত শনাক্ত হয়েছে বিশ্বের দুই কোটি ৬ লাখ ২৮ হাজার ৫৭০ জন। তাদের মধ্যে বর্তমানে ৬৩ লাখ ৫৩ হাজার ৬৫৫ জন চিকিৎসাধীন এবং ৬৪ হাজার ৬৬১ জন আশঙ্কাজনক অবস্থায় রয়েছে।
এ ছাড়া করোনা ভাইরাসে আক্রান্তদের মধ্যে এখন পর্যন্ত এক কোটি ৩৫ লাখ ২৬ হাজার জন সুস্থ হয়ে উঠেছে।
এদিকে কোভিড-১৯ রোগে আক্রান্ত হয়ে দেশে ২৪ ঘণ্টায় আরও ৪২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে করোনায় আক্রান্ত হয়ে তিন হাজার ৫১৩ জনের মৃত্যু হলো।
এ ছাড়া দেশে নতুন করে আরো দুই হাজার ৯৯৫ জন করোনা ভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে মোট ২ লাখ ৬৬ হাজার ৪৯৮ জন করোনায় আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছে এক হাজার ১১৭ জন। এ নিয়ে এক লাখ ৫৩ হাজার ৮৯ জন করোনা থেকে সুস্থ হলো।
বুধবার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
দেশে গত ৮ মার্চ প্রথম করোনা ভাইরাসে আক্রান্ত রোগী পাওয়ার কথা জানানো হয় এবং প্রথম মৃত্যু ঘটে গত ১৮ মার্চ। এরপর গত ১৪ এপ্রিল ৩৮তম দিনে কোভিড-১৯ রোগীর সংখ্যা এক হাজারে দাঁড়ায়। বর্তমানে দেশে দুই লাখ ৬৬ হাজার ৪৯৮ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। গত ২৪ ঘণ্টায় ৮৬টি ল্যাবে নমুনা সংগ্রহ ও পরীক্ষা করা হয়েছে। এ ছাড়া এ পর্যন্ত মোট ১৩ লাখ দুই হাজার ৭৩৯ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে।
খবর২৪ঘন্টা/নই
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০