সম্প্রতি মহামারি করোনাভাইরাসের প্রকোপ বৃদ্ধি পাওয়ায় ইংল্যান্ড ছাড়া ইউরোপের ৪৯টি দেশ এবং বিশ্বের অন্যান্য ১২টি দেশ থেকে বাংলাদেশে যাত্রী পরিবহন প্রবেশে নিষেধাজ্ঞা কার্যকর করেছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। শুক্রবার (২ এপ্রিল) দিনগত রাত ১২টা ১ মিনিটে কার্যকর হয়েছে এই নিষেধাজ্ঞা। এর আগে বৃহস্পতিবার (১ এপ্রিল) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বাংলাদেশে বিমান প্রবেশে নিষেধাজ্ঞার বিষয়টি জানানো হয়।
বাংলাদেশে বিশ্বের ৬১ দেশর বিমান প্রবেশের এই নিষেধাজ্ঞা আগামী ১৮ এপ্রিল পর্যন্ত কার্যকর থাকবে। সেই সঙ্গে রাত ১২টার পর আগতদের ১৪ দিনের হোম ও প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনের বিধিনিষেধও জারি করা হয়েছে। সুষ্ঠুভাবে কোয়ারেন্টাইন প্রতিপালনে প্রয়োজনে আলোচনা সাপেক্ষে যাত্রীদের পোসপোর্ট জমা রাখার পরিকল্পনাও করছে বেবিচাক।
এই নিষেধাজ্ঞার আওতায় ইউরোপের বাইরে ১২টি দেশ হলো- আর্জেন্টিনা, বাহরাইন, ব্রাজিল, চিলি, জর্ডান, কুয়েত, লেবানন, পেরু, কাতার, সাউদ আফ্রিকা, তুরস্ক ও উরুগুয়ে।
জেএন
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০