খবর ২৪ ঘন্টা ডেস্ক :
বিশ্বের নিরাপদ এয়ারলাইনসের তালিকায় স্থান পেয়েছে নভোএয়ার। দেশের একমাত্র বেসরকারি সংস্থা হিসেবে এ স্বীকৃতি পেয়েছে বলে আজ সোমবার নভোএয়ারের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।ইন্টারন্যাশনালএভিয়েশন সেফটি রেটিং এজেন্সি এয়ারলাইন রেটিং ডট কমের তথ্য অনুসারে, যাত্রীদের নিরাপদ ভ্রমণ নিশ্চিত করায় নভোএয়ার তিন তারকা রেটিং পেয়েছে।নভোএয়ারের বিজ্ঞপ্তিতে বলা হয়, বিশ্বের ৪০৫টি বিমান সংস্থার তথ্য ১২টি মানদণ্ড ব্যবহারের মাধ্যমে বিশ্লেষণ করে এই রেটিং দিয়েছে প্রতিষ্ঠানটি। নভোএয়ার
ইউরোপীয় ইউনিয়ন ও ফেডারেল অ্যাভিয়েশন অথোরিটির অনুমোদনপ্রাপ্ত বাংলাদেশের একমাত্র বেসরকারি বিমান সংস্থা।নভোএয়ার এটিআর ৭২-৫০০ মডেলের ছয়টি নিজস্ব উড়োজাহাজ দিয়ে ঢাকা থেকে চট্টগ্রাম, কক্সবাজার, যশোর, সিলেট, সৈয়দপুর, বরিশাল, রাজশাহী ও কলকাতা রুটে প্রতিদিন ফ্লাইট পরিচালনা করছে।
খবর ২৪ ঘণ্টা/আর
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০