খবর২৪ঘণ্টা, ডেস্ক: মনোনয়ন বাতিল হওয়া পটুয়াখালীর-৩ আসনের বিএনপির প্রার্থী গোলাম মাওলা রনি বলেছেন, বিশ্বাস করতে চাই ইসির মেরুদণ্ড আছে। সোমবার নির্বাচন কমিশনে মনোনয়ন বাতিলের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে আপিল দাখিল শেষে সাংবাদিকদের কাছে তিনি এ আশাবাদ ব্যক্ত করেছেন।
গোলাম মাওলা রনি বলেন, আমার মনোনয়নপত্রে সামান্য ভুল ছিল। অতীতে এই ভুলের জন্য কারো মনোনয়ন বাতিল করা হয়নি। আমি আশা করছি আমারটাও বাতিল হবে না। নির্বাচন কমিশনের ন্যায় বিচারের মাধ্যমে আমি আমার প্রার্থিতা ফিরে পাব।
নিজের মনোনয়নপত্রের বর্ণনা দিয়ে গোলাম মাওলা রনি বলেন, ভুলটা হল এই, আমরা যে একটি সাপ্লিম্যান্টারি ডকুমেন্ট জমা দেই সেটি হল নোটারির পাবলিক হলফনামা। নির্বাচন কমিশনে হলফনামাতে যে তথ্যগুলো আমরা দেই; সেই তথ্যগুলোই আবার নোটারি পাবলিক করে জমা দিতে হয়। আমরা যেটার দুটো কপি করেছিলাম। একটি কপি গলাচিপাতে জমা পরেছে, আরেকটি কপি যেটি মূল কপি সেটিতে ভুলক্রমে আমার স্বাক্ষরটি পড়েনি।
তিনি বলেন, তবে অতীতে নির্বাচন কমিশনে যা ঘটেছে, মনোনয়নপত্র যাচাই বাছাইয়ের সময় এরকম ভুল ধরা পরলে বলা হতো, এখানে স্বাক্ষর করে দেওয়ার জন্য। এখন আমাকে সেই স্বাক্ষরের সুযোগ না দিয়ে সরাসরি বলা হল, আপনার মনোনয়ন বাতিল। আমি সেটি মেনে নিয়েছি, সেখানে বিধি মোতাবেক সার্টিফাইট কপি নিয়ে এসেছি।
তিনি আরো বলেন, পরবর্তীতে আমি আবার রিটার্নিং কর্মকর্তার নিকট লিখিত দরখাস্ত করেছি, আপনি যে সিদ্ধান্তটি নিয়েছেন তা আমার মনপুত নয়। আপনি চাইলে আমাকে সুযোগ দিতে পারেন স্বাক্ষর করার জন্য। আর যদি সেটি না করেন তাহলে আমি আপিলে যাব। পরে আজ আপিল করেছি বিধি মোতাবেক।
দল পরিবর্তন করছেন বলেই কি সামান্য ভুলে মনোনয়নপত্র বাতিল করা হয়েছে- সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে গোলাম মাওলা রনি বলেন, এ বিষয়ে মন্তব্য করতে চাচ্ছি না এখন। ইসিতে আমি বিচার প্রার্থী। আশা করি ন্যায় বিচার পাব। ইসির মেরুদণ্ড আছে কারো কথা চলে না; এ বিশ্বাসেই স্থির থাকতে চাচ্ছি।
খবর২৪ঘণ্টা.কম/জন
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০