বিশ্বরোড মোড়ে আতাউল হক সার্জেন্ট ট্রাফিক বক্সের দ্বিতল ভবনের উদ্বোধন - খবর ২৪ ঘণ্টা
প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ১১, ২০২৫, ৩:৪৩ এ.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ২৫, ২০১৮, ৮:৩১ পি.এম
বিশ্বরোড মোড়ে আতাউল হক সার্জেন্ট ট্রাফিক বক্সের দ্বিতল ভবনের উদ্বোধন
চাঁপাইনবাবগঞ্জ ব্যুরো:চাঁপাইনবাবগঞ্জ জেলা শহরের বিশ্বরোড মোড়ে সার্জেন্ট আতাউল হক ট্রাফিক বক্সের দ্বিতল ভবন উদ্বোধন করা হয়েছে। গতকাল বুধবার সন্ধ্যায় নবনির্মিত এই ভবনের উদ্বোধন করেন পুলিশ সুপার টিএম মোজাহিদুল ইসলাম-বিপিএম। ফিতা কেটে দ্বিতল এ ভবন উদ্বোধনের আগে ট্রাফিকবক্সের পাশের খোলা স্থানে বৃক্ষ রোপন করেন পুলিশ সুপার।
এসময় উপস্থিত ছিলেন সহকারী পুলিশ সুপার (হেডকোয়ার্টার) আব্দুল হাই সরকার, সদর থানার অফিসার ইনচার্জ মনজুর রহমান, ওসি ডিবি মাহবুব আলম, ট্রাফিক পরিদর্শক জাহিদুল হক, আতাউল আল কোরাইশী, আনিসুজ্জামান, মো. ফারুক, সার্জেন্ট আব্দুল আলিম খানসহ অন্যান্যরা।
উল্লেখ্য চাঁপাইনবাবগঞ্জের কল্যানপুরের বাসিন্দা ঠিকাদার সেলিম রেজা সার্জেন্ট আতাউল হক ট্রাফিক বক্সের দ্বিতল ভবন নির্মাণে সহযোগীতা করেন।
দ্বিতল ভবন নির্মাণে প্রায় ৪ লক্ষ টাকা ব্যয় হয়েছে বলে জানান সেলিম রেজা।
খবর২৪ঘণ্টা.কম/নজ
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০