খবর২৪ ঘণ্টা, স্পোর্টস, ডেস্ক: ঐতিহাসিক সিরিজ জয়ের পর আফ্রিকান সাফারিতে বিরাট দাপট অব্যাহত রাখতে বদ্ধপরিকর কোহলি অ্যান্ড কোং৷ রবিবার ওয়ান্ডারার্সে এবিডি-ডুমিনিদের বিরুদ্ধে তিন ম্যাচের টি-২০ সিরিজ শুরু করছে বিরাটবাহিনী৷
দক্ষিণ আফ্রিকার মাটিতে ভারতের প্রথম সিরিজ জয়৷ তাও আবার বিরাট আধিপত্যে৷ ছ’ ম্যাচের ওয়ান ডে সিরিজ ৫-১ জিতে নেয় টিম ইন্ডিয়া৷ দলকে সামনে থেকে নেতৃত্ব দেন ক্যাপ্টেন কোহলি৷ ছ’টি ম্যাচে তিনটি সেঞ্চুরি-সহ ৫৫৮ রান করেছেন বিরাট৷ অবিশ্বাস্য গড় ১৬৮৷ কোহলিই ইতিহাসের প্রথম ক্রিকেটার, যিনি কোনও দ্বিপাক্ষিক ওয়ান ডে সিরিজে ৫০০ রানের মাইলস্টোন টপকে গেলেন৷ এর আগে কোনও দ্বি-পাক্ষিক ওয়ান ডে সিরিজে সর্বাধিক রান ছিল তাঁর সতীর্থের৷ ২০১৩ অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৪৯১ রান করেছিলেন রোহিত শর্মা৷
তিন টেস্টের সিরিজ ১-২ হারলেও শেষ টেস্ট জিতে অক্সিজেন পেয়েছিল টিম কোহলি৷ যা ওয়ান ডে সিরিজে বিরাট-ধোনিদের হৃপিন্ডকে তরতাজা রাখে৷ প্রোটিয়াদের পর্যুদস্ত করে ওয়ান ডে সিরিজ জিতে নেয় ভারত৷ দক্ষিণ আফ্রিকার মাটিতে প্রথম সিরিজ জয়ের স্বাদ পেয় টিম ইন্ডিয়া৷ সামনে এবার টি-২০ সিরিজ৷ দুই রিস্ট স্পিনার কুলদীপ যাদব ও যুবেন্দ্র চাহালের বিরুদ্ধে ফের কঠিন চ্যালেঞ্জ ডুমিনিদের৷
১১ বছর আগে ওয়ান্ডারার্সে টিম ইন্ডিয়ার বিশ্বজয়ের মুহূর্ত৷
দক্ষিণ আফ্রিকার মাটিতে টি-২০ ক্রিকেটে স্মরণীয় মুহূর্ত রয়েছে টিম ইন্ডিয়ার৷ ক্রিকেটের সংক্ষিপ্ত ফর্ম্যাটের প্রথম বিশ্ব চ্যাম্পিয়ন এই ভারতই৷ ২০০৭ টি-২০ বিশ্বকাপ ফাইনালে এই ওয়ান্ডারার্সেই পাকিস্তানকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল মহেন্দ্র সিং ধোনির ভারত৷ শুধু তাই নয়, ভারতের আন্তর্জাতিক টি-২০ অভিযান শুরু হয়েছিল এই রামধনু’র দেশেই৷ ২০০৬ দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে এই জো’বার্গেই৷ সিরিজের একমাত্র ম্যাচে প্রোটিয়াদের ছ’ উইকেটে হারিয়েছিল ধোনির ভারত৷ কেরিয়ারে এই একটি মাত্র আন্তর্জাতিক টি-২০ ম্যাচ খেলেছিলেন ‘ক্রিকেটঈশ্বর’ সচিন তেন্ডুলকর৷
ঐতিহাসিক মাঠ ছাড়াও সাম্প্রতিক রেকর্ডও এগিয়ে বিরাটবাহিনীদের৷ ২০১৭ চ্যাম্পিয়ন্স ট্রফির পর মোট ১০টি টি-২০ ম্যাচ খেলেছে৷ যার মধ্যে সাতটিতেই জিতেছে কোহলি অ্যান্ড কোং৷ বিরাটের ওয়ান ডে দলের সঙ্গে টি-২০ সিরিজের জন্য যোগ দিয়েছেন সুরেশ রায়না, জয়দেব উনাদকড় এবং লোকেশ রাহুল৷ শনিবার সেঞ্চুরিয়নে ভারত-দক্ষিণ আফ্রিকার শেষ ওয়ান ডে ম্যাচের আগে ঘণ্টা দু’য়েক প্র্যাকটিস করেছে টিম ইন্ডিয়ার এই তিন ক্রিকেটার৷ তিন ম্যাচের সিরিজে পরের দু’টি ম্যাচ হবে সেঞ্চুরিয়ন ও কেপ টাউনে৷
খবর২৪ঘণ্টা.কম/রখ
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- k24ghonta@gmail.com, মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০