খবর২৪ ঘণ্টা, স্পোর্টস, ডেস্ক: ফুটবল বিশ্বকাপ নিয়ে উন্মাদনা শুরু হয়ে গেছে। প্রথমবারের মতো আয়োজক হয়েছে রাশিয়া। বিশ্ব রাজনীতির মারপ্যাঁচকে উপেক্ষা করেই দলগুলো অংশ নিচ্ছে একুশতম বিশ্বসেরার লড়াইয়ে। প্রায় সব ধরনের প্রস্তুতিই নেয়া শেষ। শুরু থেকেই ইউরোপের দেশটির চ্যালেঞ্জ ছিল নিরাপত্তা। হুলিগান থেকে জঙ্গি হামলা সব কিছু দমন করতেই বিশেষ ব্যবস্থা গ্রহণ করেছে রুশ সরকার। গত বছরের শেষ ভাগ থেকে বিশ্বকাপ বন্ধ করতে বেশ কয়েকবার হুমকি দিয়ে আসছিল ইসলামিক স্টেট (আইএস)। মধ্যপ্রাচ্য ভিত্তিক জঙ্গি সংগঠনটির পক্ষ থেকে বর্তমান বিশ্বের সেরা সব তারকাদের ছবি নিয়ে হত্যা করার হুমকি দেয়া হচ্ছিল। তারই ধারাবাহিকতায় ফের এই হুমকি দিল নিষিদ্ধ সংগঠনটি।
প্রাথমিকভাবে হুলিগানদের (কোনো একটি ক্লাব বা দেশের চরমপন্থি ফুটবল সমর্থকদের বুঝানো হয়ে থাকে) বেশি চিন্তিত ছিল। নিজেদের ক্লাবের বা দেশের নাম ব্যবহার করে তারা করতে পারেনা এমন কোন হীন কাজ নেই। পুলিশের সঙ্গে দাঙ্গা, প্রতিপক্ষের সমর্থকদের ওপর হামলা, মাঠে গোলমাল, বর্ণবাদী স্লোগান এমনকি খুন পর্যন্ত সম্ভব হুলিগানদের দ্বারা। বিশ্বের নানা প্রান্তে থাকা এই ‘উগ্র’ সমর্থকদের দমন করতে আগেই কাজ শুরু করেছিল। অনেক অংশেই সফলতাও পেয়েছে রাশিয়ানরা।
রাশিয়া বিশ্বকাপকে সামনে রেখে দর্শকমনে ভয়ভীতি ছড়ানোর জন্য ফের ছবি প্রকাশ করেছে আইএস। ছবিতে দেখা যায় বর্তমান বিশ্বের সেরা দুই ফুটবলারের মাথা কাটা হচ্ছে।
ফটোশপ করা ওই পোস্টে দেখা যায় আর্জেন্টিনা ও পর্তুগাল তারকার মাথায় ছুরি রেখে দিয়েছেন স্টেডিয়ামে মুখোশ পরা দুই ব্যক্তি।
সাইবার ইন্টেলিজেন্স ফার্ম সিক্সগিল এই ছবিটি গণমাধ্যমের সামনে এনেছে। টেলিগ্রামে প্রকাশ করা ছবিটির ক্যাপশনে ফের হুমকি দিয়ে বলা হয়, মাঠ তোমাদের রক্তে ভরে যাবে।
এর আগেও বিশ্বকাপ আয়োজন বন্ধে বেশ কয়েকটি ছবি প্রকাশ করেছিল আইএস। তারই অংশ হিসেবে মেসি-রোনালদোর এই ছবিটি এবার সামনে এনেছে সিক্সগিল।
গত এপ্রিলে আইএসের ২০ সদস্যকে রাশিয়া থেকে আটক করেছিল দেশটির আইনশৃঙ্খলা বাহিনী। তার আগের মাসে জঙ্গিদের একটি গোপন আস্তানাও ধ্বংস করে দেশটির সেনাবাহিনী।
খবর২৪ঘণ্টা.কম/নজ
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০