বিশ্বকাপে জার্মান ফুটবলারদের যৌনতায় লাগাম! - খবর ২৪ ঘণ্টা
প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ২৩, ২০২৪, ৩:০৯ এ.এম || প্রকাশের তারিখঃ মে ৩০, ২০১৮, ৪:৩৮ পি.এম
বিশ্বকাপে জার্মান ফুটবলারদের যৌনতায় লাগাম!
খবর২৪ ঘণ্টা, স্পোর্টস, ডেস্ক: ফুটবল বিশ্বকাপের আসরে ফুটবলারদের উদ্দাম যৌনতার কথা সর্বজনবিদিত৷ফুটবল বিশ্বকাপ এবং অবাধ যৌনতা যেন কিছুটা সমার্থক৷ বিশ্বকাপে প্লেয়ারদের সঙ্গেই হোটেল রুমে জায়গা পান ফুটবলারদের স্ত্রী ও গার্লফ্রেন্ডরা৷এমনকি মাঠে ভালো পারফরম্যান্সের জন্য যৌনতা উপভোগের কথা বলে থাকেন প্রাক্তন ফুটবল খেলোয়াড়রা৷কিন্তু এই পথ থেকে সরে এসে বিশ্বকাপ চলাকালীন ফুটবলারদের যৌনতা উপভোগ করায় ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারী করলেন জার্মান কোচ জোয়াকিম লো৷
তবে শুধুমাত্র খেলোয়াড়দের যৌনতা উপভোগের উপরই বিধি নিষেধ আরোপ করেই ক্ষান্ত হননি বিশ্ব চ্যাম্পিয়নদের কোচ৷ বিশ্বকাপের প্রস্তুতিপর্বে পরিবারের সঙ্গে দেখা করাতেও নতুন নিয়ম এনেছেন৷ প্রস্তুতি চলাকালীন পরিবারের সঙ্গে দেখা করার জন্যও ফুটবলারদের নিতে হবে কোচের অনুমতি৷ আর টুর্নামেন্ট শুরু হয়ে গেলে কোনওভাবেই দেখা করা যাবে না পরিবারের সঙ্গে৷ পাশাপাশি ওজিল, সেন এবং মুলারদের মত প্লেয়ারদের সোশ্যাল মিডিয়াতেও সক্রিয় থাকা যাবে না বলে পরিষ্কার জানিয়ে দিয়েছেন গতবারের চ্যাম্পিয়ন কোচ৷ বোঝাই যাচ্ছে মাঠে ফুটবলারেদের মনসংযোগ নিয়ে অতিমাত্রায় চিন্তিত বিশ্বকাপ জয়ী জার্মান কোচ৷
কিছুদিন আগেই ফুটবলারদের সঙ্গম করে গোলে থাকার পরামর্শ দিয়েছিলেন ব্রাজিলের কিংবদন্তি রোমারিও৷ ব্রাজিলের উঠতি ফরোয়ার্ড গ্যাব্রিয়েল জেসুসের উদ্দেশ্যে বিশ্বকাপ জয়ী তারকা রোমারিও পরামর্শ ছিল ‘যৌনতা উপভোগ কর এবং গোল করতে থাকো৷’
শুধু রোমারিও নন অনেকেই বড় ফুটবল ব্যক্তিত্বরা মনে করেন হোটেল রুমের উপভোগ্য যৌনতা মাঠে খেলোয়াড়দের ভালো পারফর্ম করতে সাহায্য করে৷ কিন্তু তাদের সঙ্গে সহমত না-হয়েই জার্মানির ফুটবলাদের অবাধ যৌনতায় লাগাম টানলেন লো৷ যদিও যৌনতার পরিবর্তে বিছানায় যাওয়ার আগে ফুটবলারদের বিয়ার ও ওয়াইন পানের ক্ষেত্রে বিধিনিষেধ আরোপ করেছেন জার্মান কোচ৷খবর২৪ঘণ্টা.কম/নজ
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০