খবর২৪ ঘণ্টা, স্পোর্টস, ডেস্ক: দীর্ঘ ২৮ বছর পর বিশ্বকাপ খেলতে এসেছে মিশর। সর্বশেষ ১৯৯০ সালে বিশ্বকাপ খেলতে এসেছিল আফ্রিকার দেশটি। এবার দলটির প্রাণভোমরা লিভারপুল ফরোয়ার্ড মোহাম্মদ সালাহ। এবার বিশ্বকাপে ইতিহাস গড়বে মিশর এমনটাই প্রত্যাশা তার।
রাশিয়া বিশ্বকাপে মিশর ইতিহাস গড়বে, এমনটাই বললেন সালাহ। কোচ হেক্টর কুপারের মিশর গ্রুপ 'এ'-তে খেলবে রাশিয়া, সৌদি আরব এবং উরুগুয়ের বিপক্ষে।
স্প্যানিশ ক্রীড়া দৈনিক মার্কাকে মোহাম্মদ সালাহ বলেন, '২৮ বছরে প্রথমবারের মতো বিশ্বকাপে অংশ নিচ্ছি আমরা। কিন্তু আমরা সাতবার আফ্রিকান কাপ জিতেছি। আফ্রিকান কাপ জেতাটা আমাদের সাধারণ বিষয় হয়ে গেলেও আমরা বিশ্বকাপে অংশ নিতে পারিনি।'
শুধু বিশ্বকাপের বাছাইপর্বের বৈতরণী পার হওয়াতেই সন্তুষ্ট থাকতে নারাজ লিভারপুল ফরোয়ার্ড। তাই তিনি চান ব্যতিক্রম কিছু করে 'ইতিহাস' সৃষ্টি করতে।
খবর২৪ঘণ্টা.কম/নজ
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০