খবর২৪ ঘণ্টা, স্পোর্টস, ডেস্ক: ২২০ মিলিয়ন ইউরোর বিনিময়ে পিএসজিতে যোগ দিয়ে বিশ্বের সবচেয়ে দামী ফুটবলারের খাতায় না লেখানো নেইমার গত ফেব্রুয়ারিতে ইনজুরিতে পড়েন। এক সপ্তাহ পর ব্রাজিলে নিয়ে তার পায়ের অস্ত্রোপাচার করানো হয়। অবশেষে ইনজুরি কাটিয়ে দীর্ঘসময় পরে অনুশীলনে ফিরেছেন নেইমার।
শনিবার ফ্রান্সে ফিরে পিএসজির জিমে অনুশীলন শুরু করেন এই ব্রাজিল তারকা। বিশ্বকাপের জন্য নিজেকে প্রস্তুত করতে বেশ ঘাম ঝরাচ্ছেন তিনি।
এর আগে ফেব্রুয়ারির শেষ সপ্তাহে লিগ ওয়ানের ম্যাচে মার্শেইর বিপক্ষে খেলতে গিয়ে ডান পায়ে গুরুতর চোট পান পিএসজির স্ট্রাইকার নেইমার। পিএসজি কোচ উনাই এমরি ইঙ্গিত দিয়েছেন, মৌসুমের শেষ দিকের ম্যাচগুলোতে নেইমার লিগ ওয়ান চ্যাম্পিয়নদের হয়ে মাঠে নামতে পারেন।
অস্ত্রোপচারের পর তার নিজ দেশ ব্রাজিলেই পুনর্বাসনে ছিলেন নেইমার।
খবর২৪ঘণ্টা.কম/নজ
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০