খবর২৪ ঘণ্টা, স্পোর্টস, ডেস্ক: রেকর্ড দামে বার্সেলোনা থেকে পিএসজিতে আসার পর থেকেই আলোচিত ব্রাজিলের ফরোয়ার্ড নেইমার। সম্প্রতি গুঞ্জন উঠেছে, ফের মেসিদের টিমমেট হয়ে খেলতে বার্সেলোনায় আসতে চান তিনি। তবে সব রকমের গুঞ্জনের অবসান ঘটিয়ে হয়তো রিয়ালের আসছেন নেইমার।
বার্সেলোনা ছাড়ার পিছনে ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের অন্যতম কারণ ছিল, মেসির ছায়ায় থাকতে চান না নেইমার। নিজের মত করেই সেরা হতে চেয়েছিল তিনি। তাই প্যারিসের মধ্যমনি হয়ে থাকতে চেয়েছিল নেইমার। কিন্তু সময় যেতে যেতে নেইমার বুঝতে পারলো, বিশ্ব সেরাদের মধ্যে কেউ হতে হলে পিএসজি ছাড়তে হবে। কারণ সেরা হবার জন্য প্যারিস উপযুক্ত জায়গা নয়। তাই এখন ক্লাব ছাড়ার চিন্তায় মশগুল নেইমার।
গুঞ্জন ছিল, বার্সেলোনায় ফিরতে যাচ্ছে নেইমার। কিন্তু বার্সা তারকা মেসি আগেই জানিয়েছেন যে, বার্সায় নেইমারের তেমন প্রয়োজন নেই। তাই নেইমারের পরবর্তী গন্তব্য স্পেন।
স্প্যানিশ এক পত্রিকার সূত্র মতে, স্পেনে নাম লেখাতে পুরোপুরি তৈরি হয়ে গেছেন নেইমার। তার বাবাকে ইতিমধ্যেই জানিয়েছেন যে, আগামী বিশ্বকাপের আগেই রিয়াল মাদ্রিদে তার যাওয়ার বিষয়টা নিশ্চিত করতে।
খবর২৪ঘণ্টা.কম/রখ
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০