খবর২৪ ঘণ্টা, স্পোর্টস, ডেস্ক: বিশ্বকাপকে সামনে রেখে কাসকেইসে পর্তুগালের অনুশীলন ক্যাম্পে যোগ দিয়েছেন রিয়াল মাদ্রিদ তারকা ক্রিস্টিয়ানো রোনালদো। স্পেনের বিপক্ষে বিশ্বকাপ মিশন শুরু হতে পর্তুগালের সামনে আর মাত্র ১১ দিন সময় বাকি রয়েছে।
বৃহস্পতিবার লিসবনের এস্তাদিও ডা লুজেতে আলজেলিয়ার বিপক্ষে শেষ প্রস্তুতি ম্যাচে অংশ নিবে ইউরোপিয়ান চ্যাম্পিয়নরা। আর এই ম্যাচে রোনালদোর উপস্থিতি নিশ্চিতভাবেই দলকে বাড়তি অনুপ্রেরণা যোগাবে।
এদিকে, অনুশীলন ক্যাম্পকে সামনে রেখে ৭ নম্বর জার্সি পরিহিত অবস্থায় নিজের টুইটার অ্যাকাউন্টে একটি ছবি পোস্ট করে রোনালদো লিখেছেন, ‘পুরো বিশ্ব দেখছে। চলো, কাজ শুরু করা যাক।’
পর্তুগালের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা রোনালদো গত মৌসুমে লস ব্ল্যাঙ্কোসদের হয়ে সব ধরনের প্রতিযোগিতায় ৪৪টি ম্যাচে ৪৪ গোল করেছেন।
খবর২৪ঘণ্টা.কম/নজ
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০